২১ শে ফেব্রুয়ারী গুলিবর্ষণের ঘটনার পর ২১ নিয়ে প্রথম গান আবদুল গাফফার চৌধুরী গান লিখলেন ‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।’ সুর দিয়েছেন আব্দুল লতিফ। তারপরে ১৯৫৪ সালে আলতাফ মাহমুদ আবার নতুন করে সুর দেন, সেই থেকে হয়ে গেল একুশের প্রভাতফেরীর গান। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাবার পর আন্তর্জাতিক স্তরে এই গানটির সুনাম আরও বাড়তে শুরু করে। বাংলা ভাষা সারা বিশ্বে এখন পঞ্চম স্থানে আছে। আমরা চাই মাতৃভাষা মাধ্যমে সকল সরকারী, বেসরকারী, ইঞ্জিনিয়ার ও ডাক্তার প্রভৃতি স্তরে বাংলা ভাষায় বই আরও বেশি করে দরকার যার মাধ্যমে আগামী প্রজন্ম মাতৃভাষার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সবার কাছে মাতৃভাষা তাঁর শ্রেষ্ঠ ভাষা, তাই আমাদের আরও বেশি করে চিন্তা করতে হবে বাংলা ভাষাটিকে যাতে সবার মধ্যে প্রতিষ্ঠিত করা যায় সেইদিকে লক্ষ্য রাখা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শুক্রবার,২০/০২/২০১৫
784