পরিতোষ বর্মণঃ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মিশন মোড় এলাকা থেকে ২২ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাফ উদ্ধার করল ৪১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা। জানা গেছে, আজ সকালে মিশন মোড় এলাকায় দেবু সাহা নামে এক ব্যক্তির বাড়িতে নিষিদ্ধ কফ সিরাফ মজুত করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই সময় ৪১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা ওই বাড়িতে হানা দেয়। ঘটনায় উদ্ধার হয়েছে ৩২ হাজার ৫০০ পিস নিষিদ্ধ কফ সিরাফের বোতল। উদ্ধারের পর কফ সিরাফ সহ লরিটিকে গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে বাড়ির মালিক সহ এই ঘটনায় জড়িতরা পালিয়ে গেলেও গ্রেফতার করা হয়েছে লরির চালককে। এতিমধ্যেই তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃত লরির চালককে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
গঙ্গারামপুরে উদ্ধার হল নিষিদ্ধ কফ সিরাফ
বৃহস্পতিবার,০১/১০/২০১৫
597