বালুরঘাটে -এ সড়ক অবরোধ


বৃহস্পতিবার,০১/১০/২০১৫
611

পরিতোষ বর্মণঃ    আমন ধানের ক্ষতিপূরণের দাবীতে আজ বালুরঘাট থানার ঠাকুরপুড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার কয়েকশ কৃষক। পথ অবরোধের জেরে আটকে পরে দুরপাল্লার বহু গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পতিরাম ফাঁড়ির পুলিশ ও বালুরঘাট ব্লকের কৃষি আধিকারিকরা। প্রশাসনের আশ্বাসে শেষ পর্যন্ত পথ অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ কৃষকেরা।
জানা গেছে, বালুরঘাট ব্লকের ৯ নম্বর গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের বড়কইল, টাকুরপুড়া, কুমারগ্রাম, আঁখিরা সহ বেশ কয়েকটি গ্রামের কয়েকশ কৃষকের আমনধান নষ্ট হয়ে গেছে। ওই এলাকার কয়েক হাজার একর জমির ধানগাছ ফলনের আগে নষ্ট হয়ে যাওয়ায় বিরাট ক্ষতির মুখে চাষিরা। পুজোর আগে ফসলের ক্ষতি হওয়ায় দিশাহীন এলাকার কয়েকশো কৃষক পরিবার। নষ্ট হয়ে যাওয়া ধানের ক্ষতিপূরণের দাবীতে আজ ঠাকুরপুড়া এলাকায় গাজোল-হিলি ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা।
ব্লক কৃষি আধিকারিক পার্থ মুখ্যার্জী জানান, পুরো বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। এর পাশাপাশি প্রতিদিন ক্ষয় ক্ষতির রিপোর্ট পাঠানো হচ্ছে।Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট