খবরইন্ডিয়াঅনলাইনঃ মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমারে। গুরুতর আহত অবস্থায় ঐ চিকিৎসক এখন ভর্তি হাওড়া জেলা হাসপাতালে। বাড়িতে রোগী দেখানোর জন্য চিকিৎসক কে ডেকে নিয়ে যেতে চায় এক কিশোর।চেম্বারে ভিড় থাকায় সে সময় যেতে অস্বীকার করেন ওই চিকিত্সক।আক্রান্ত চিকিত্সক আসাউল্লা আনসারির দাবি, সেই ঘটনার জেরে রাতে তাঁর চেম্বারে ঢুকে ব্যাপক মারধর করে ঐ এলাকার কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূলকর্মী দিলীপ সিংহ। ঘটনাটি স্থানীয় কাউন্সিলর বিনয় সিংহকে জানান হলে গতকাল দিলীপ ফের চেম্বারে ঢুকে চিকিত্সককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চিকিত্সক।
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, হাওড়ার এক চিকিৎসককে মারার জন্য
বৃহস্পতিবার,০১/১০/২০১৫
531