অঞ্জনের একলা চলো


শুক্রবার,২০/০২/২০১৫
1189

পূর্ণেন্দু চক্রবর্তীঃ অঞ্জন মিত্র। মোহনবাগানের সচিব। সচিব পদে পদত্যাগপত্র জমা দিয়ে তা প্রত্যাহার করে নয়ে ক্লাবের স্বার্থে পাশে থাকার চেষ্টা করেন। মোহনবাগানের চারমূতি বলতেই সভাপতি টুটু বসু, সচিব অঞ্জন মিত্র, অর্থসচিব দেবাশিস দত্ত আর সরকারী সচিব সৃঞ্জয় বসু। তিনমূতি ক্লাবের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। অন্য কোনও উপায় না দেখে সচিব অঞ্জন কর্মসমিতির অনুরোধে বর্তমান অবস্থাকে সামাল দেওয়ার জন্য গান ধরলেন – ‘ যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।’ সৌজন্যঃ দৈনিক স্টেটসম্যান

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট