এবার মুখ খুললেন রোমারিও, প্লাতিনিকে নিয়ে


শনিবার,২৬/০৯/২০১৫
713

খবরইন্ডিয়াঅনলাইনঃ     ব্লাটারের সঙ্গে রোমারিওর সম্পর্ক ভালো নয় তা অনেকেরই জানা। কিন্তু মিশেল প্লাতিনিকেও যে তিনি দেখতে পারেন না তা কে জানত? অবশেষে সেটাও জানা গেল। এবার যে উয়েফা সভাপতি প্লাতিনির বিরুদ্ধে তোপ দাগলেন ব্রাজিলের সিাবেক এই তারকা ফুটবলার! ব্লাটার যে স্কুলের, প্লাতিনিকেও সেই স্কুলের ছাত্র বললেন রোমারিও।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও এ বিষয়ে বলেন, ‘ফিফা দুর্নীতিতে জড়িয়ে রয়েছে। অনেকেই গ্রেফতার হয়েছে। আবার অনেকেই গ্রেফতার হবে। ব্লাটারও গ্রেফতার হবেন। তিনিও দুর্নীতির সঙ্গে জড়িত। আর প্লাতিনি প্রসঙ্গে বলতে হয়, ও ব্লাটারের মতোই একই স্কুলের।’

শুধু তাই নয়, এসময় তিনি আরও বলেন, ‘আমি বলতে পারি না প্লাতিনি অসৎ বা দুর্নীতিতে যুক্ত। তবে উয়েফা যেভাবে চলছে তাতে তা ভালো নয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট