ডাকঘরে টাকা রাখতে প্রচার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়


বুধবার,২৩/০৯/২০১৫
581

বিকাশ সাহাঃ    ডাকঘরে টাকা রাখতে ডাকঘরের বিভিন্ন প্রকল্পের প্রচার করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা মিলিয়ে ২১শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২রা অক্টোবর পর্যন্ত চলবে এই প্রচারাভিযান। মাইক লাগিয়ে প্রচারের পাশাপাশি বাউল সঙ্গীতের মাধ্যমে মানুষকে একত্রিত করে বোঝানো হচ্ছে “ডাকঘরে টাকা রাখুন, নিশ্চিন্তে অধিক সুদ অর্জন করুন”। সেই সঙ্গে ডাকঘরের বিভিন্ন প্রকল্প সম্বলিত লিফলেট বিলি করা হচ্ছে পথ চলতি মানুষের মধ্যে।
বালুরঘাট সঞ্চয়ন উন্নয়ন আধিকারিক দীপেশ ভৌমিক জানান, চিটফান্ডের মত অর্থলগ্নী সংস্থায় টাকা রেখে সাধারণ মানুষ যাতে সর্বস্বান্ত না হন, সেই কারণে ডাকঘরের ১০০ শতাংশ ঝুঁকিবিহীন সঞ্চয় প্রকল্পে টাকা রাখার জন্য শহর ও গ্রামের সাধারণ মানুষের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রচার চালানো হচ্ছে। এই প্রচারাভিযানে সাধারণ মানুষের মধ্যে আমরা ব্যাপক সাড়া লক্ষ্য করেছি।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট