খবরইন্ডিয়াঅনলাইনঃ প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির একজন সম্ভাব্য প্রার্থী বেন কারসন বলেছেন, ইসলাম ধর্ম মার্কিন সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
অবসরপ্রাপ্ত এই নিউরো সার্জন বলেন, একজন মুসলিমকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি মানতে রাজি নন।
বারাক ওবামাকে মুসলমান বলার প্রতিবাদ না করায়, রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, তীব্র সমালোচনার মুখে পড়ার একদিন পরেই, বেন কারসনের এই মন্তব্য এলো।
ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের চাপের মুখে পড়ার পর মি. ট্রাম্প অবশ্য বলেছেন, প্রেসিডেন্ট ওবামাকে রক্ষা করা তার কাজ নয়।
আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে দেয়া সাক্ষাতকারে মিস্টার কারসন বলেন, “যদি বিষয়টি আমেরিকার মূল্যবোধ ও নীতির সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে।