অজয় শ্রীমানির আক্ষেপ


শুক্রবার,১৮/০৯/২০১৫
624

পূর্ণেন্দু চক্রবর্তীঃ  ” পল্টু দাস বেঁচে থাকলে নিশ্চয়ই আমাকে আমন্ত্রণ জানাতে ভুল করত না। টানা ছয় বছরের কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার প্রথম কৃতিত্বে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিবকে বেমালুম ভুলে গেলেন বর্তমান কর্মকর্তারা।” এই আক্ষেপের কথা ভেসে এল প্রাক্তন ফুটবল সচিব অজয় শ্রীমানির গলায়। দ্বিতীয় বারের জন্য এই সন্মানে প্রত্যেকে যখন হারিয়ে যাচ্ছেন খুশির প্লাবনে, তখন চার দেওয়ালের ঘরের মধ্যে টিভির পর্দায় চোখ রাখতে কেঁদেই ফেললেন। স্মৃতির সরণিতে গিয়ে অজয় শ্রীমানির এই আনন্দশ্রুর কেউই মূল্য দেবে না। কিন্তু মনে রাখতে হবে, প্রথম পাওয়ার সেই অনুভূতি কোনও দিনই খুঁজে পাওয়া যাবে না। সব সময় ইতিহাস কথা বলে। অস্বীকার করার কোনও জায়গা নেই। সে দিনের লাল-হলুদ রঙের উজ্জ্বলতায় আজও হারিয়ে যেতে মন ছুটে যায় মাঠে। তবুও কোথায় যেন একটা আক্ষেপ খেলা করে অজয় শ্রীমানির কথায় কথায়। সৌজন্যেঃ দৈনিক স্টেটসম্যান। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট