রায়গঞ্জে আগ্নেয়স্ত্র সহ ধৃত দুই


রবিবার,১৩/০৯/২০১৫
579

বিকাশ সাহাঃ    উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আগ্নেয়স্ত্র সহ ধৃত দুই। ধৃতদের নাম কিষাণ চৌহান ও বিক্রম সাউ। দুজনেরই বাড়ি রায়গঞ্জ ব্লকের অন্তর্গত কুমারডাঙ্গী এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়স্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে শনিবার রাতে রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জের কুমারডাঙ্গী এলাকা থেকে আগ্নেয়স্ত্র সহ হাতেনাতে ধরে ফেলে কিষাণ ও বিক্রমকে।
রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী জানান, এর আগেও কিষাণ ও বিক্রমের নামে অসামাজিক কাজ কর্মের নানান অভিযোগ আছে। ধৃতদের এদিন জেলা আদালতে পাঠানো হয়েছে।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট