সরকারী অফিস ফাঁকা করে কর্মীরা সবাই ইন্ডোরের পথে


শনিবার,১২/০৯/২০১৫
546

খবরইন্ডিয়াঅনলাইনঃ    আজকে কলকাতায়   সরকারি কর্মচারী ফেডারেশনের সভা উপলক্ষ্যে সরকারি অফিস গুলিতে যেন অঘোষিত বনধ্‌ পালিত হল । শুধু কলকাতা নয় তার সঙ্গে পাল্লা দিল জেলাও। বনধে্‌র দিন হাজিরা নিশ্চিত করতে সার্কুলার। বনধে্‌র দিন হাজিরায় কড়াকড়ি। মুখ্যমন্ত্রীর সভার দিন কড়াকড়ি উধাও! ফাঁকা ডি এম অফিস, উপস্থিত থাকার রেজিসট্রারে সবার সিএল। নবান্ন থেকে জেলায় জেলায় ছবিটা একই। যার জেরে অনেকেই কাজে এসে দুর্ভোগে পড়েন। সরকারি কর্মীরা সভায়। ফলে সরকারি কাজও ডকে ওঠে বলে অভিযোগ। সরকারি অফিসে নানা কাজে গিয়ে অনেকেই হয়রানির শিকার হন। রাজ্য সরকারের প্রতি সরকারি কর্মচারীদের একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তার আঁচ খুব ভাল ভাবেই করতে পেরেছেন মন্ত্রীসভার সদস্যরা। তাই মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার নির্দেশ আর উল্টো দিকে বনধে্‌ অফিস আসার জন্য নির্দেশিকা, সরকারি কর্মচারিদের ক্ষোভ আরও বাড়াবে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।বনধ্‌ রুখতে লিখিত নির্দেশিকা। মুখ্যমন্ত্রীর সভা ভরাতেও মৌখিক নির্দেশিকা, ‘দিদিমনির সভায় যেতে হবে’। মুখ্যমন্ত্রী দ্বিচারিতায় ক্ষুব্ধ সরকারি কর্মীরা। বিভিন্ন সরকারি অফিসে এরকম অনুপস্থিতির হার দেখে বিরোধীরা কটাক্ষ করে বলছে, মুখ্যমন্ত্রী কর্মসংস্কৃতি ফেরানোর দোহাই দিয়ে ধর্মঘটের বিরোধিতায় নির্দেশিকা জারি করাটা যে কেবল দ্বিচারিতা তা এদিনের ঘটনা আবারও প্রমান করল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট