বিকাশ সাহাঃ স্বামীর হাত থেকে নিজেকে বাঁচাতে স্বামীর হাতে থাকা আগ্নেয়াস্ত্র কেড়ে পুলিশের হাতে তুলে দিল স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের এলিঙ্গা গ্রামে। এলিঙ্গা গ্রামের বাসিন্দা কুবেদ আলির সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয় তসলিমা খাতুনের। তসলিমা খাতুনের অভিযোগ, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক ভাবে কুবেদ আলি তাঁর উপর অত্যাচার চালাত। সোমবার রাতে অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালে কুবেদ আগ্নেয়াস্ত্র দিয়ে তসলিমাকে মারতে উদ্যত হয়। তসলিমা কুবেদের হাত থেকে জোর করে আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়। তাঁদের চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন জমা হয়ে যায়। গ্রামবাসীরা রায়গঞ্জ থানায় খবর দেয়। ভিরের মধ্যে সুযোগ বুঝে পালিয়ে যায় কুবেদ। রায়গঞ্জ থানা থেকে পুলিশ এসে সোমবার রাতেই তসলিমা ও তাঁর দুই সন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তসলিমা জানিয়েছেন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানান অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে কুবেদ।
রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী বলেন, তসলিমার নিরাপত্তার কথা ভেবে তাঁকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে আসা হয়। তসলিমা খাতুনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হবে কুবেদ কে।
রায়গঞ্জ:- স্বামীর হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে পুলিশের হাতে তুলে দিল স্ত্রী
মঙ্গলবার,০৮/০৯/২০১৫
686