মিউজিক্যাল ওয়েবসাইট উদ্বোধন হল


সোমবার,০৭/০৯/২০১৫
707

সত্যজিৎ চক্রবর্তীঃ মিউজিক মাত্রা ইনষ্টিটিউট তাদের ওয়েবসাইট উদ্বোধন করল আইসিসিআর সভাঘরে। এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অলকানন্দ রায়, সভাপতি তন্ময় বোস। অফিসিয়াল ওয়েবসাইট টি হল www.musicmantrainist.com -এর মোটো মিউজিক্যাল ট্যালেন্ট -এর মধ্যে অন্তভুক্ত থাকছে মিউজিক্যাল মেন্টাল চ্যালেঞ্জ ইন্টিরিয়ার ভিলেজ ও উরবার এরিয়া থাকছে। সারা পৃথিবীর মিউজিক্যাল সংবাদ। এই সংস্থার ছাত্ররা হলো কুশল পাল, অনন্যা পাল, সৌরভ সরকার, ঐশ্বরিয়া সাহা, অদ্রিজা ঘোষ। অল চ্যাম্পিয়ন রিয়েলিটি শো -এর খবর থাকবে এই সাইটে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট