খবরইন্ডিয়াঅনলইনঃ শুরু হয়েছে ফারদিনের কথা, রাব্বি আরবি’র সুর ও রেজোয়ান শেখের সংগীতায়জনে কন্ঠশিল্পী ফারদিনের কন্ঠে ‘মা’ গানের মিউজিক্যাল ফিল্ম নির্মানের কাজ শুরু হয়েছে। গানটি ঈগল মিউজিক এর
ব্যানারে প্রকাশিত কন্ঠশিল্পী ফারদিনের একক এ্যালবাম ‘স্বপ্ন ভাঙ্গার গল্প’ এর তৃতীয় সংগীত। তরুন পরিচালক এহতেশাম জনির পরিচালনায় মিউজিক্যাল ফিল্মটিতে মূল চরিত্রে অভিনয় করছেন রাজশাহীর উদিয়মান মডেল রিয়াদ হাসান ও নবাগত মডেল ফারজানা রহমান তামান্না এবং এতে মায়ের চরিত্রে অভিনয় করছেন রোকশানা জাহান রুকু এছাড়াও শিশু চরিত্রে দেখা যাবে ছোটন নামের এক শিশু শিল্পীকে। ২৮ আগস্ট শুক্রবার সকালে রাজশাহীর এ.এইচ.এম কামরুজ্জামান চিড়িয়াখানাতে এই মিউজিক্যাল ফিল্মটির শ্যুটিং উদ্বোধন করা হয়েছে এবং
চিড়িয়াখানসহ রাজশাহীর বিভিন্ন মনোরম লোকেশনে এই মিউজিক্যাল ফিল্মটির শ্যুটিং চলছে। জারা মোশন পিকচার্স ও আইমান প্রোডাকশনের ব্যানারে এই মিউজিক্যাল ফিল্মটি নির্মিত। সম্প্রতি এই মিউজিক্যাল ফিল্মটি বাংলাদেশের সকল চ্যানেলে প্রচারিত হবে বলে আশা প্রকাশ করেছেন মিউজিক্যাল ফিল্মটির পরিচালক এহতেশাম জনি।
উল্লেখ্য যে, তরুন পরিচালক এহতেশাম জনি কন্ঠশিল্পী ইলিয়াস হোসেন’র জনপ্রিয় গান ‘অবুঝ মন’, কন্ঠশিল্পী কাজী শুভ ও খেয়া’র জনপ্রিয় গান ‘মনেতে আকাশ’ সহ বেশকিছু জনপ্রিয় গানের মিউজিক ভিডিও নির্মাতা। এই তরুন পরিচালক এবার নাটক নির্মান করতে যাচ্ছেন।
বাংলাদেশের ছবি ‘ মা ‘ -এর শুটিং শুরু হল
শনিবার,০৫/০৯/২০১৫
773