খবরইন্ডিয়াঅনলাইনঃ ১৭টি বাম দলের ডাকে রাজ্যজুড়ে পালিত হবে প্রতিবাদ দিবস ।পাশাপাশি এক ঘন্টা ধিক্কার দিবসের ডাক দিয়েছে তৃণমূলও। গতকাল ধর্মঘট ভাঙার নামে শাসক দল ও পুলিসের অত্যাচারের বিরুদ্ধে এই প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। অপর দিকে ধর্মঘটের নামে বামেদের তাণ্ডবের অভিযোগে বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল চারটে থেকে এক ঘন্টা ধিক্কার দিবসের ডাক দিয়েছে তৃণমূল।ফলে আজ ফের রাস্তায় পরস্পরের বিরুদ্ধে দেখা যাবে বাম ও তৃণমূল।
শাসক ও বিরোধীরা আবার রাস্তায় নামলেন
বৃহস্পতিবার,০৩/০৯/২০১৫
583