নিজস্ব সংবাদদাতা, মঙ্গলকোটঃ মঙ্গলবার গভীর রাতে মন্তেশ্বর থানার ভেলিয়া গ্রামের চুরির ঘটনা ঘটল। ২৫ ভরি সোনা সহ নগদ ১০ হাজার টাকা চুরি গেছে বলে অভিযোগ। বুধবার ভোরের দিকে ঘটনাটি প্রকাশ্যে আসে। মন্তেশ্বর থানায় এই ব্যাপারে লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভেলিয়া গ্রামের বাসিন্দা আরজেদ সেখ বেশ কিছুদিন ধরে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। তার দুই ছেলে বাবার সাথে হাসপাতালে চত্ত্বরে দেখাশুনোর জন্য রাত কাটায়। এমত অবস্থায় ওই বাড়িতে পুরুষশূন্যর সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরির ঘটনাটি ঘটিয়েছে বলে প্রকাশ।
মন্তেশ্বরে চুরি লক্ষাধিক গহনা
বৃহস্পতিবার,০৩/০৯/২০১৫
586