সাধন মন্ডল, রাইপুর, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা পুলিশ ও বিঙ্গানগঞ্জ এডুকেশন্যাল সোসাল এন্ড কালচারাল অগানাইজেশন -এর উদ্যোগে রাইপুর থানা পুলিশের সহযোগিতায় জঙ্গলমহলের মণ্ডলকুলি রাজলক্ষী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিনা ব্যায়ে স্বাস্থ্য শিবির হয়। এই শিবিরে এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রায় পাঁচশতাধিক পুরুষ, মহিলা ও শিশু চিকিৎসা পায় ও বিনামূল্য ঔষধ দেওয়া হয়। সকাল ৯ টায় শিবিরের উদ্বোধন করেন রাইপুর থানার আই সি দেবাশীষ নাথ মহাশয়। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি চন্দন দত্ত সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উদ্বোধন করেন আই সি বলেন, আমাদের এলাকায় অনেক গরীব মানুষ চিকিৎসা পরিষেবা ঠিকমতো পায় না। তাছাড়া স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্রামগুলোর দূরত্ব খুব বেশী হওয়ায় রোগীরা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে পারে না, ফলে অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত থেকে যায়। আমরা সারাবছরই বিভিন্ন জায়গায় এই ধরনের স্বাস্থ্য শিবির করে থাকি। এই শিবিরটিও একটি শিবির। সংস্থার সভাপতি চন্দন দত্ত বলেন, আমরা বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির ও বিভিন্ন সচেতনতা শিবির করে থাকি। এলাকায় এই প্রথম শিবির করে সাফল্য পেলাম প্রচুর মানুষ এসেছেন আমাদের শিবিরে। পুলিশের সহযোগিতায় আগামী মার্চ মাসে রাইপুর কমিউনিটি হলে মহিলা সুরক্ষা নিয়ে একটি সচেতনতা শিবির করবো। শিবিরে মজলকুলি গ্রামের মানদা গরাই ( ৭০) ভুমুরিয়া গ্রামের চাঁপামুদি ( ৫০) , চন্দনা মান্ডি (৬৫), রামপদ কারফ (৬০) বলেন আমরা এখানে ডাক্তার বাবুদের দেখিয়ে ঔষধও পাচ্ছি। এর আগে কেউ আমাদের এভাবে বিনামুল্যে ঔষধ দেয় নাই। আর হাসপাতাল তো অনেক দূরে তাই যেতে পারি নাই। আমাদের খুব ভাল লাগছে এই রকম শিবির যেন আরো হয়।
জঙ্গলমহলে স্বাস্থ্য শিবির
মঙ্গলবার,১০/০২/২০১৫
688