সদ্য মোহর হওয়া স্বামী আটক রায়গঞ্জে


বুধবার,২৬/০৮/২০১৫
634

 বিকাশ সাহাঃ   স্ত্রীকে খুনের অভিযোগে সদ্য মোহর হওয়া স্বামী আটক পুলিশের জালে। গত ১৯ আগস্ট বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত দুর্গাপুরের ভুপালপুর এলাকায় বাড়ির পাশে একটি পুকুরের ধারে নীলিমা খাতুনের(১৯) মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। মৃতের ডান হাতের শিরা কাটা ছিল। মাস দেড়েক আগে নীলিমার সঙ্গে মোহর হয় পাশের চেরামাটি গ্রামের বাসিন্দা অলিল শেখের। অলিল দিল্লিতে শ্রমিকের কাজ করত। পড়িবারের অভিযোগ ১৮ আগস্ট মঙ্গলবার রাতে জামাই, নীলিমাকে ফোনে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি ফেরেনি নীলিমা। পরদিন সকালে নীলিমা হাতের শিরা কাটা অবস্থায় বাড়ির পাশে পড়েছিল।
পড়িবারের অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অলিল শেখকে গ্রেপ্তার করে। এদিন বুধবার পুলিশি হেপাজত চেয়ে তাকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট