রাশিয়া জানালেন ইরাক -কে ভাগ হতে দেব না


মঙ্গলবার,২৫/০৮/২০১৫
645

খবরইন্ডিয়াঅনলাইনঃ    মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইরাককে বিভক্ত করার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তার কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বাইডেনের বক্তব্যকে মারাত্মক দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে তিনি বলেন, মস্কো তা কখনো মেনে নেবে না।

মস্কোর কাছে এক যুব ফোরামে ভাষণ দেয়ার সময়ে ল্যাভরভ বলেন, “জো বাইডেন সরাসরি বলেছেন, শিয়া-সুন্নির ভিত্তিতে ইরাককে ভাগ করতে হবে এবং কুর্দিরা যা চায় তা তাদের দিয়ে দিতে হবে কিন্তু রাশিয়া কখনোই তা মেনে নেবে না।”

জো বাইডেনের অবস্থানকে পরিষ্কার ভাষায় অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে তিনি আরো বলেন, ইরাকি জনগণের কী করে সরকার গঠন করতে হবে এবং দেশ চালাতে হবে সে বিষয়ে বক্তৃতা করছেন বাইডেন। বাইডেনের এ বক্তব্যকে বাইরে থেকে ইরাকের রাষ্ট্রীয় কাঠামো নিয়ে টানাহেঁচড়া করা বলে অভিহিত করেন তিনি।

ল্যাভরভ বলেন, ইরাকি শিয়া-সুন্নি এবং কুর্দিরা একত্রে কী করে বসবাস করবে সে বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট