নেইমারের দর বাড়ছে


মঙ্গলবার,২৫/০৮/২০১৫
601

খবরইন্ডিয়াঅনলাইনঃ    বিবিসির গসিপ কলামে ব্রিটিশ সংবাদপত্র দ্য সানের বরাত দিয়ে বলা হচ্ছে ইংলিশ ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে পেতে ২৪ কোটি পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি।

ব্রাজিল জাতীয় দলের এই তারকা ফুটবলার এখন খেলছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে।

এদিকে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কমের খবরে বলা হচ্ছে, বার্সেলোনার প্রেসিডেন্ট ইয়োসেপ মারিয়া বার্তোমু ম্যান ইউ-তে নেইমারের যাওয়ার গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, তারা চান ব্রাজিলিয়ান এই সুপারতারকা ন্যু ক্যাম্প থেকেই অবসর গ্রহণ করবে। অন্য কোন দলের হয়ে নয়।

গত মৌসুমের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিক্রি করার কোনও ইচ্ছে বার্সেলোনার নেই বলেও উল্লেখ করেন মি. বার্তোমু।

তিনি জানান নেইমার সহ অন্যান্য খেলোয়াড়দের সাথে ক্লাবটি অচিরেই দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে।

ইংলিশ ফুটবলে এখন চলছে গ্রীষ্ম মৌসুমের দলবদলের ব্যস্ততা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট