মহিলাদের উপর নানারকম অত্যাচারের বিরুদ্ধে সচেতনতা কর্মশালা হল


সোমবার,২৪/০৮/২০১৫
480

বিশেষ প্রতিনিধিঃ সম্প্রতি বাকসাড়া কিশোর কল্যাণ সংঘ -এর পরিচালনায় মহিলাদের কন্যাশ্রী প্রকল্প ও বাল্যবিবাহ, কন্যাভ্রূণ – হত্যা, নারী – পাচার, শিশু শ্রমিক, শিশুদের উপর যৌন নিগ্রহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হল। এই সুন্দর অনুষ্ঠানের সহযোগিতা হাত বাড়িয়ে ছিলেন হাওড়া জেলা সমাজ কল্যাণ দপ্তর, পঃবঃ সরকার। প্রায় ১০০ জন মহিলা প্রশিক্ষণ নিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি নুনন্দা মুখোপাধ্যায় ( রাজ্য মহিলা কমিশনের চেয়ার পার্সেন), দেব কুমার ভট্টাচার্য ( আধিকারিক জেলা সমাজ কল্যাণ দপ্তর, হাওড়া ), জনাব মহঃ বাসার আলি ( আধিকারিক শিশু সুরক্ষা দপ্তর, হাওড়া), লক্ষীনারায়ণ চট্টোপাধ্যায় ( সংঘ সভাপতি), মৃন্ময় ঘোষ ( সংগঠক) প্রমুখ। এই সমগ্র অনুষ্ঠানটি বাকসাড়া হাই স্কুলে অনুষ্ঠিত হলো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট