প্রদেশ কংগ্রেসের মানবাধিকার কমিশনের সম্পাদক হলেন ডেবরার সুপ্রিয়


রবিবার,২৩/০৮/২০১৫
604

সৌমেন চক্রর্বত্তী , পশ্চিম মেদিনীপুর ঃ
প্রদেশ কংগ্রেসের মানবাধিকার কমিশনের সম্পাদক হলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার সুপ্রিয় হুই। ডেবরার আলমপুরের বাসিন্দা সুপ্রিয় কংগ্রেসী পরিবারেই বড় হন। বাবা সুবল হুই ডেবরা ব্লকের সহ – সভাপতি। ছাত্রাবস্থা থেকেই কংগ্রেসের সাথে সক্রিয় যোগাযোগ সুপ্রিয়’র। খড়্গপুর কলেজে ছাত্র পরিষদের ইউনিট সভাপতিও ছিলেন সুপ্রিয়। সম্প্রতি ঘাটালে বন্যা পরিস্থিতির সময় ত্রান নিয়ে দলীয় কর্মীদের সাথে ছুতে যান সুপ্রিয়। বর্তমানে জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তিনি। অধীর চৌধুরি প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর অন্নান্য শাখা সংগঠনের ন্যায় দীরঘদিন ধরে স্বভাবে কাজ না করা এই সংগঠনটিকেও চাঞ্জা করার উদ্যগ নেওয়া হয়। সেইমতো গত ১৭ আগস্ট প্রদেশ কংগ্রেস অফিসে একটি সভার মাধ্যমে ন্তুন কমিটি গড়া হয়। আর সেই কমিটির সম্পাদক হয়েছেন সুপ্রয়। সেইদিন এ সুপ্রিয়’র হাতে তুলে দেওয়া হয় তার দায়িত্ব পাওয়ার কপি। স্বভাবতই এই নতুন দায়িত্ব পেয়ে খুশি সুপ্রিয়। তিনি বলেন “গ্রামের ছেলে আমি। বহুদিন ধরেই রাজনিতীর সাথে যুক্ত। আগামিদিনে এই দায়িত্ব জাতে ঠিকঠাক পালন করতে পারি, তার জন্য সচেষ্ট হব।” সুপ্রিয়কে এই দায়িত্ব দেওয়া নিয়ে সংগঠনের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন “ ও গ্রামের ছেলে। ভুদিন ধরে কংগ্রেসের সাথে যুক্ত। দেখে মনে হয়েছে দায়িত্ব সাম্মলাতে পারবে, তাই দায়িত্ব দেওয়া হয়েছে।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট