সম্পাদকীয়


বৃহস্পতিবার,০৫/০২/২০১৫
805

কোকিল -এর ডাক শুনতে পেলাম। যে দিকে চোখ যায় দেখতে পাচ্ছি প্রকৃতির পরিবর্তন দেখতে পাচ্ছি, এরই নাম কি ঋতু পরিবর্তন ? আকাশে – বাতাসে কেমন কেমন নতুন জিনিসের আগমন। আম গাছে কচি আম দেখতে পাচ্ছি, কোকিল তার সাথীকে ডাকছে সুন্দর সুর করে, কাকেরা তাদের বংশবৃদ্ধির জন্য বাসা তৈরী করতে ব্যস্ত। গাছে নতুন ফুল আসছে, সেই ফুলে মৌমাছিরা মধু খেতে আসছে। যেমন প্রকৃতির পরিবর্তন চোখে দেখতে পাচ্ছি ঠিক তেমনি মানুষের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। শীতের পোষাক এবার রোদে দিয়ে সামনের বছরের জন্য গোছগাছ চলছে। রাজনীতির মধ্যে দেখা যাচ্ছে কে কার দলে আসবে সেই নিয়ে ব্যস্ত। নতুন প্রেমিক – প্রেমিকরা তাদের জীবনসাথী বেছে নিতে ব্যস্ত, সবাই ব্যস্ত যে যার কাজ নিয়ে, দেখে বেশ ভালো লাগছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট