বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলায়


মঙ্গলবার,১৮/০৮/২০১৫
613

বিকাশ সাহাঃ    এক দিকে যখন শাসক দলের শ্রমিক সংগঠনের দ্বারা বন্ধ সমর্থক কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ, অপর দিকে বন্ধ সমর্থকদের দ্বারা সরকারী সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলায়। এদিন মঙ্গলবার কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধে উত্তর দিনাজপুর জেলায় সকালের দিকে হাতে গোনা কয়েকটি সরকারী বাস চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। চলেনি কোনও বেসরকারী বাস ও লরি, বন্ধ ছিল দোকানপাঠ। এদিন সকাল থেকেই বিভিন্ন অফিসের সামনে কংগ্রেস কর্মীরা পিকেটিং করে। পুলিশ এসে পিকেটিং তুলে দিলেও অফিসে হাজিরার সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় কম। এদিন কংগ্রেস কর্মীরা রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা পরিষদের অফিসের সামনে পিকেটিং করার সময় তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি এর কর্মীরা তাঁদের উপর হামলা করে বলে অভিযোগ। যথেচ্ছ ভাবে কংগ্রেস কর্মীদের মোটর বাইক ভাঙচুর করার অভিযোগ ওঠে শাসক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। হামলার জেরে কংগ্রেসের ৬ জন কর্মী ও নেতা আহত হন। তাঁদের চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে বন্ধ সমর্থককারী কংগ্রেস কর্মীরা ইসলামপুর পোষ্ট অফিস ভাঙচুর করে বলে অভিযোগ। কোনও পিকেটিং না থাকার কারণে যথা সময়ে ইসলামপুর পোস্ট অফিসে কর্মীরা প্রবেশ করে। এরপরেই বন্ধ সমর্থক কংগ্রেস কর্মীরা পোস্ট অফিসে এসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভেঙ্গে ফেলা হয় পোষ্ট অফিসের কাঁচের দরজা। এরপরেই নিরাপত্তার অভাব বোধ করে পোস্ট অফিস বন্ধ করে দেন অফিসের কর্মীরা। বন্ধকে কেন্দ্র করে জেলা জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।  RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট