ব্লাটারকে জেলে দেবার হুমকির অভিযোগ উঠল


রবিবার,১৬/০৮/২০১৫
608

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ফিফা সভাপতি সেপ ব্লাটার অভিযোগ করে বলেছেন, উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি তাকে জেল খাটানোর হুমকি দিয়েছেন। ফিফা পরিচালনা পরিষদের সভাপতির প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না আসলে জেল খাটানোর হুমকি দিয়েছিলেন তিনি।

ডাচ পত্রিকা ডি ভকসকারন্তকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ব্লাটার এ অভিযোগ করেন। তিনি বলেন, ফিফা সভাপতির লড়াইয়ে প্লাতিনির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না আসলে তাকে জেল খাটতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট