বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার তরফে এলইডি লাইটে মুড়ে ফেলা হচ্ছে গোটা শহরকে। পুরানো ভাপার ও টিউব লাইটগুলি খুলে ফেলে ইলেকট্রিক পোল গুলিতে এলইডি লাইট লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। শারদ উৎসবের আগেই পৌরসভার বুক চিরে চলা রায়গঞ্জ -বালুরঘাট গামী রাজ্য সড়কের ধারে ও ১৭ টি ওয়ার্ড বিশিষ্ট পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নত মানের এলইডি লাইট লাগানোর কাজ শেষ হয়ে যাবে। রাতে শহরের সৌন্দর্য বৃদ্ধিতে পৌরসভার উন্নয়ন তহবিল থেকে এই টাকা খরচ করা হবে। রায়গঞ্জ–বালুরঘাট গামী রাজ্য সড়কের ধারের ইলেকট্রিক পোল গুলিতে ৭০ ওয়াট বিশিষ্ট এলইডি লাইট ও শহরের বিভিন্ন ওয়ার্ডের ইলেকট্রিক পোল গুলিতে ১০ ওয়াট বিশিষ্ট এলইডি লাইট লাগানো হচ্ছে।
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার বলেন, ইলেকট্রিক বিল যে ভাবে বাড়ছে তার হাত থেকে নিস্তার পেতে সেই সঙ্গে অল্প বিদ্যুৎ খরচে বেশি আলো পেতেই শহর জুড়ে এলইডি লাইট লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দফায় ৭০ ওয়াটের ৩৫ টি এলইডি লাইট ও প্রতিটি ওয়ার্ডে ১০ টি করে মোট ১৭০ টি ১০ ওয়াটের এলইডি লাইট লাগানো হবে। পরবর্তীতে শহরের সমস্ত ইলেকট্রিক পোলেই লাগানো হবে এই এলইডি লাইট।
কালিয়াগঞ্জ শহরকে এলইডি লাইটে মুড়ে ফেলা হবে
রবিবার,০৯/০৮/২০১৫
644