কালিয়াগঞ্জ থানার অভিনব উদ্যোগ


বৃহস্পতিবার,০৬/০৮/২০১৫
623

বিকাশ সাহাঃ    বৃহস্পতিবার সকালে পথ চলতি মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা। এদিন সকাল ১১ টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়ি এলাকায় রায়গঞ্জ বালুরঘাট গামী ১০এ রাজ্য সড়কে পথ চলতি মানুষকে একত্রিত করে রাস্তা দিয়ে চলার সময় কি কি সাবধানতা অবলম্বন করা দরকার তা বুঝিয়ে দেন কালিয়াগঞ্জ থানার এস আই নির্মল সাহা ও এ এস আই কার্ত্তিক সরকার। হেলমেটহীন মোটর বাইক আরোহীদের থামিয়ে হেলমেট পরে নিজের জীবন সুরক্ষিত রাখার পরামর্শও দেওয়া হয় পুলিশের তরফে। স্বাভাবিক ভাবেই পুলিশের এই অভিনব উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত ও অভিনন্দন জানান।   RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট