বিকাশ সাহাঃ হেমতাবাদ ব্লকের প্রত্যন্ত এলাকার বিপিএল তালিকাভুক্ত মানুষের ডিজিটাল রেশন কার্ডের জন্য প্রয়োজনীয় ফর্ম ফিলাপ করতে যাতে কোনও অসুবিধে না হয়, সেই কারণে হেমতাবাদ ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন মঙ্গলবার সকালে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়। হেমতাবাদ ব্লক তৃনমূল কংগ্রেস অফিসের সামনে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। যা আগামী ৩০শে আগস্ট পর্যন্ত খোলা থাকবে।
হেমতাবাদ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত বলেন, ২১শে জুলাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যাঁদের বিপিএল রয়েছে কিন্তু ডিজিটাল রেশন কার্ড পাননি তাঁরাও খাদ্য সুরক্ষা বিলের আওতাভুক্ত হবেন। রাজ্য তথা জেলার সাথে সাথে হেমতাবাদেও ১লা আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত এই কর্মসূচী চলবে। প্রতিটি পঞ্চায়েতে ও ব্লকে এই ফর্ম জমা হবে। আমরা হেমতাবাদ ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই সহায়তা কেন্দ্র খুলেছি। যা চলবে আগামী ৩০ তারিখ পর্যন্ত। গরীব মানুষ যারা ফর্ম ফিলাপ করতে পারেন না, তাঁদের সাহায্য করতে আমরা এই সহায়তা কেন্দ্র খুলেছি। এই সহায়তা কেন্দ্রে তৃনমূল কংগ্রেস কর্মীরা গরীব মানুষদের ডিজিটাল রেশন কার্ডের জন্য প্রয়োজনীয় ফর্ম ফিলাপ করে দেবেন।
সহায়তা কেন্দ্র খুলল হেমতাবাদ ব্লক তৃনমূল কংগ্রেস
মঙ্গলবার,০৪/০৮/২০১৫
747