খবরইন্ডিয়াঅনলাইনঃ অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম খেলা ১১ আগস্ট। এর আগে ৯ আগস্ট বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৩ আগস্ট ভারতের বিপক্ষে। গ্রুপ পর্যায়ের খেলা শেষ হবে ১৪ আগস্ট। একদিন বিরতি দিয়ে ১৬ আগস্ট হবে দুটি সেমিফাইনাল। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট, বিকাল ৫টায়।
উল্লেখ্য, দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৬টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। এর মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে রয়েছে নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তান। সাফ অঞ্চলের মধ্যে ভুটান ও পাকিস্তান আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।