আগামী ২রা ফেব্রুয়ারী হলদিয়া উন্নয়ন পরিষদ ও হলদিয়া পৌরসভা আয়োজিত হলদিয়া মেলা শুরু হতে চলেছে পূর্বমেদিনীপুরে হলদিয়ার সংহতি ময়দানে। এই মেলা উদ্বোধন করবেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তারই প্রস্তুতি চলছে ।
হলদিয়াতে মেলার প্রস্তুতি
শুক্রবার,৩০/০১/২০১৫
753