খবরইন্ডিয়াঅনলাইনঃ পুরুলিয়া-চান্ডিল শাখার উরমা স্টেশন এলাকায় পোস্টার সাঁটার সময় মাওবাদী সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করে বলরামপুর থানার পুলিশ৷ ভোরে স্টেশন ও সংলগ্ন এলাকায় মাওবাদী পোস্টার মারার সময় পুলিশের হাতে তিন যুবক ধরা পরে। ধৃত মহেন্দ্র হেমব্রম ওরফে গুপ্ত, বৈদ্যনাথ সরেন এবং অজিত হেমব্রম সংগঠনে সদ্য যোগ দিয়েছে বলে অনুমান৷ ধৃতদের কাছ থেকে হাতে লেখা শতাধিক মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন৷ ধৃত তিন যুবকের বাড়ি বলরামপুর থানার অযোধ্যা পাহাড়তলির মাহালিটাঁড় গ্রামে৷ এক সময় এই বলরামপুর থানার কেরোয়া-ঘাটবেড়া অঞ্চল ছিল মাওবাদীদের মুক্তাঞ্চল৷ আর মাহালিটাঁড় গ্রাম ছিল মাওবাদীদের অন্যতম আশ্রয়৷ ২০০৯-এর ২৯ অগস্ট এই গ্রামেই মাওবাদীদের হাতে খুন হন সিপিএম নেতা ভরত হেমব্রম৷ গ্রামের তিন যুবক ধরা পড়ায় ফের মাহালিটাঁড় গ্রামে নতুন করে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ অযোধ্যা পাহাড় জুড়ে শুরু হয়েছে পুলিশের সার্চ অভিযান। পুলিশের ধারণা, মাওবাদী স্কোয়াডের সক্রিয় সদস্যদের কেউ অযোধ্যা পাহাড়ে নেই৷ যারা পোস্টার দিয়েছে, তারা লিঙ্কম্যান৷ পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার জানিয়েছেন, ‘ধৃতরা লিঙ্কম্যান কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মাওবাদী গ্রেফতার পুরুলিয়ায়
শুক্রবার,৩১/০৭/২০১৫
607