নববর্ষের সকালে পথে শুভেন্দু, চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত শোভাযাত্রা


মঙ্গলবার,১৫/০৪/২০২৫
59

নন্দীগ্রাম, ১৫ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষের সকালেই ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পথে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চৈতন্য মহাপ্রভুর পবিত্র মন্দির থেকে শুরু করে ঐতিহাসিক বর্গভীমা মন্দির পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় তাঁর নেতৃত্বে।

সকাল থেকে শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি, উলুধ্বনি এবং বৈষ্ণব সঙ্গীতের মধ্যে দিয়ে শোভাযাত্রা শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুভেন্দু নিজে ধর্মীয় পোশাকে অংশ নেন শোভাযাত্রায় এবং পায়ে হেঁটে পুরো পথ অতিক্রম করেন।

তিনি বলেন, “নববর্ষ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের উৎসব। চৈতন্যদেবের দর্শন থেকে শুরু করে মা ভীমার আশীর্বাদ নিয়ে আমরা চাই নতুন বছরে বাংলার সত্য ও ন্যায় প্রতিষ্ঠা পাক।”

এই শোভাযাত্রা ঘিরে রাজনৈতিক বার্তাও স্পষ্ট। রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে অশান্তি ছড়িয়েছে, সেই প্রেক্ষিতে শুভেন্দুর এই ধর্মীয় ও সাংস্কৃতিক সংহতির বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

শোভাযাত্রার শেষে তিনি বর্গভীমা মন্দিরে পুজো দেন এবং রাজ্যের শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার প্রার্থনা করেন।

অনুষ্ঠানে অংশ নেয় বহু স্থানীয় মানুষ, বিজেপি কর্মী ও সাধারণ ভক্তরা। গোটা রাস্তায় ছিল পুলিশি নিরাপত্তা এবং শৃঙ্খলার নিখুঁত নজরদারি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট