কলকাতা, ১৫ এপ্রিল ২০২৫: রাজ্যের একের পর এক অশান্ত ঘটনা— মুর্শিদাবাদ, ভাঙড় — সব মিলিয়ে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন, তখনই দৃঢ় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,
“আইন কখনও নিজের হাতে তুলে নেবেন না। কেউ দোষ করলে, পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু নিজে বিচার করার চেষ্টা করবেন না। সেটা কখনও বরদাস্ত করা হবে না।”
তিনি জানান, মুর্শিদাবাদ এবং ভাঙড়ে যাঁরা অশান্তি ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই বেশ কিছুজনকে গ্রেফতার করেছে এবং নজরদারি আরও বাড়ানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, “কেউ যদি রাজ্যকে অশান্ত করতে চায়, তাহলে তা সফল হবে না। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। শান্তি বজায় রাখুন, প্রশাসনের ওপর ভরসা রাখুন।”
এই বার্তা রাজ্যবাসীর কাছে যেমন আশ্বাসের, তেমনই অশান্তি ছড়ানো চক্রগুলোর জন্য সতর্কবার্তা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
এদিকে বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ‘দায় ঝেড়ে ফেলার চেষ্টা’ বলে কটাক্ষ করেছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “সরকার ব্যর্থ বলেই বারবার মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় দায় এড়ানো চলবে না।”
বর্তমানে প্রশাসন নজর রাখছে প্রতিটি স্পর্শকাতর এলাকায়। জেলায় জেলায় বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। মুখ্যমন্ত্রী নিজেও পরিস্থিতির উপর সরাসরি নজর রাখছেন বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।