ভাঙড়: মুর্শিদাবাদে ঘটনার আঁচ না মিটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এলাকায় ব্যাপক উত্তেজনা, অশান্তি ছড়ানোর অভিযোগে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, সোমবার গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তে রাস্তায় নেমে আসে উত্তেজিত জনতা। ইট-পাটকেল ছোড়াছুড়ি, বেশ কয়েকটি দোকান ও বাইক ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশের দাবি, এলাকায় অশান্তি ছড়ানোর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত উসকানির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গ্রেফতার হওয়া ৮ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে, টানা অশান্তির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় দোকানপাট বন্ধ, রাস্তা প্রায় শুনশান। এলাকায় RAF মোতায়েন করা হয়েছে, চলছে টহলদারি।
রাজনৈতিক মহলও নড়েচড়ে বসেছে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, “একটার পর একটা জায়গায় অশান্তি ছড়ানো প্রমাণ করে, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।” তবে শাসকদলের দাবি, “এইসব ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে।”
পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও, স্থানীয় প্রশাসন ও পুলিশের ওপর চাপ বাড়ছে লাগাতার ঘটনার জেরে।