মোহনবাগান সুপার জায়ান্ট ১২ এপ্রিল ২০২৫ তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত আইএসএল ২০২৪-২৫ ফাইনালে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে পরাজিত করে আইএসএল কাপ জিতে ইতিহাস গড়েছে। এই জয়ের মাধ্যমে তারা একই মরসুমে আইএসএল লিগ শিল্ড ও আইএসএল কাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছে, যা এর আগে কেবল মুম্বই সিটি এফসি পেরেছিল
ম্যাচের সারাংশ
- প্রথমার্ধ: দুই দল গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়
- দ্বিতীয়ার্ধ: ৪৯ মিনিটে মোহনবাগানের ডিফেন্ডার আলবের্তো রদ্রিগেস আত্মঘাতী গোল করেন, ফলে বেঙ্গালুরু ১-০ এগিয়ে যায়
- ৭১ মিনিট: বেঙ্গালুরুর চিংলেনসানার হ্যান্ডবলের কারণে মোহনবাগান পেনাল্টি পায়, যা থেকে জেসন কামিন্স গোল করে সমতা ফেরান
- অতিরিক্ত সময়: জেমি ম্যাকলারেন গ্রেগ স্টুয়ার্টের পাস থেকে গোল করে মোহনবাগানকে ২-১ ব্যবধানে এগিয়ে
ঐতিহাসিক অর্জন
এই জয়ের মাধ্যমে মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএলের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে একই মরসুমে লিগ শিল্ড ও আইএসএল কাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছ। এছাড়া, ঘরের মাঠে আইএসএল কাপ জয়ের অভিশাপও কাটিয়েছে
মোহনবাগানের কোচ হোসে মোলিনার রণকৌশল ও দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অনেকই বিশিষ্ট সঙ্গীত পরিচালক জয় সরকার এই জয়কে “অভিনব কায়দায় সেলিব্রেশন” বলে উল্লেখ করেেন