১২ এপ্রিল ২০২৫, আইপিএল ২০২৫-এর এক উত্তেজনাপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ২৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৯ বল হাতে রেখেই পাঞ্জাব কিংসকে (PBKS) ৮ উইকেটে পরাজিত করেছে। এই জয়ের মূল স্থপতি ছিলেন ওপেনার অভিষেক শর্মা, যিনি মাত্র ৫৫ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
🏏 অভিষেকের রেকর্ড গড়া ইনিংস
- শতরান: অভিষেক তাঁর প্রথম আইপিএল শতরান পূর্ণ করেন মাত্র ৪০ বলে, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় দ্রুততম
- মোট রান: ৫৫ বলে ১৪১ রান, ১৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে
- রেকর্ড:রান তাড়ার ক্ষেত্রে আইপিএলের ইতিহাসে এটি ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
🤝 হেড-অভিষেক জুটি
অভিষেকের সঙ্গে ওপেন করতে নামেন ট্র্যাভিস হে। তাঁরা দুজন মিলে প্রথম উইকেটে ১৭১ রানের জুটি গড়ে। হেড ৩৭ বলে ৬৬ রান করেন, ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্য।
শতরান পূর্ণ করার পর অভিষেক হেলমেট থেকে একটি চিরকুট বের করে দেখান, যাতে লেখা ছিল, “This one is for Orange Arm”এই অভিনব উদযাপন ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার সৃষ্টি কে।
📊 ম্যাচের সারাংশ
- পাঞ্জাব কিংস ২০ ওভারে ৬ উইকেটে ২৪৫ ান।
- সানরাইজার্স হায়দরাবাদ ১৮.৩ ওভারে ২ উইকেটে ২৪৭ ান।
- ফলাফল সানরাইজার্স হায়দরাবাদ ৮ উইকেটে জ়ী।
এই জয়ের মাধ্যমে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ছে।অভিষেক শর্মার এই অসাধারণ পারফরম্যান্স তাঁকে আইপিএল ২০২৫-এর অন্যতম আলোচিত ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করছে।