দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার পর্দায় হাজির হচ্ছেন এক রহস্যময় চরিত্রে। তাঁর আসন্ন ছবি ‘ওডেলা ২’-তে তিনি অভিনয় করছেন এমন এক নারী চরিত্রে, যার জীবনে মন্ত্র-তন্ত্র ও আধ্যাত্মিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে তামান্না বলেন, “এই চরিত্রটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। মন্ত্র-তন্ত্রের জগৎ সম্পর্কে জানার চেষ্টা করেছি এবং চরিত্রটির গভীরতা অনুধাবন করতে অনেক পরিশ্রম করেছি।”
তামান্না আরও জানান, “এই চরিত্রটি আমাকে ভিন্ন এক জগতে নিয়ে গেছে। মন্ত্র-তন্ত্রের বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। আশা করি দর্শকরা এই নতুন রূপে আমাকে গ্রহণ করবেন।”
‘ওডেলা ২’ ছবিটি পরিচালনা করছেন আশোক তেজা, এবং এটি একটি থ্রিলারধর্মী ছবি যেখানে মন্ত্র-তন্ত্র ও রহস্যময় ঘটনাবলী কেন্দ্রবিন্দুতে থাকবে। ছবিটি শিগগিরই মুক্তি পাবে বলে জানা গেছে।
তামান্নার এই নতুন চরিত্র নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। মন্ত্র-তন্ত্রের জগতে তাঁর এই অভিনয় কতটা সফল হয়, তা সময়ই বলে দেবে।