কলকাতার দক্ষিণ অঞ্চলে বৃহস্পতিবার রাতে হেনস্থার শিকার হন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। ব্যাডমিন্টন খেলে ফেরার পথে একটি ফলের দোকানে ফল কিনতে গেলে এক ব্যক্তি তাঁর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য ও অশালীন ইঙ্গিত করেন। ইমন অভিযোগ করেন, ওই ব্যক্তি তাঁকে কুরুচিকর দৃষ্টিতে তাকিয়ে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেন।
ঘটনার পর ইমন রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি ও শারীরিক হেনস্থার অভিযোগে মামলা রুজু হয়েছে।
ইমন ফেসবুক লাইভে এসে বলেন, “আমরা মেয়েরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। রাস্তার বেরোই। আমার বোন অফিসে যায়। এ সব বিকৃত মানসিকতার লোকের বিরুদ্ধে প্রতিবাদ না করলে অন্যায় করতাম।” তিনি সকলকে আহ্বান জানান, এমন ঘটনার সাক্ষী হলে প্রতিবাদ করতে এবং প্রশাসনকে জানাতে।
এই ঘটনার মাধ্যমে ইমন চক্রবর্তী আবারও প্রমাণ করলেন, সাহসিকতা ও সচেতনতা দিয়ে সমাজের বিকৃত মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব।