জাতীয় নির্বাচন কমিশন আজ দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে। দুপুর ২টায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন প্যানেল ভোটের দিনক্ষণ ঘোষণা করবে। ৭০ আসনের দিল্লি বিধানসভার বর্তমান মেয়াদ আগামী মাসের ২৩ তারিখে শেষ হচ্ছে।
ভোটার সংখ্যা ও প্রস্তুতি
আকাশবাণীর প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ১ কোটি ৫৫ লক্ষের বেশি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৮৩ লক্ষের বেশি পুরুষ এবং ৭১ লক্ষের বেশি মহিলা ভোটার রয়েছেন।
- সবচেয়ে বেশি ভোটার রয়েছেন বিকাশপুরী আসনে।
- সবচেয়ে কম ভোটার রয়েছেন দিল্লি ক্যান্টনমেন্টে।
নির্বাচন কমিশন ভোটার তালিকা চূড়ান্ত করেছে এবং নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
রাজনৈতিক দলগুলির প্রস্তুতি
দিল্লির রাজনৈতিক আবহে উত্তেজনা তুঙ্গে। শাসক দল আম-আদমী পার্টি (AAP) ইতিমধ্যেই জাতীয় রাজধানীর সবকটি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপি তাদের ২৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং বাকিগুলির নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে। কংগ্রেসও তাদের তৃতীয় তালিকা প্রকাশ করেছে এবং বাকি আসনের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
ভোটের গুরুত্ব
দিল্লি বিধানসভার নির্বাচন সবসময়ই দেশের নজর কাড়ে।
- আম-আদমী পার্টি তাদের তৃতীয়বার সরকার গঠনের লক্ষ্যে কাজ করছে।
- বিজেপি ও কংগ্রেস দিল্লিতে নিজেদের জমি শক্ত করার জন্য ব্যাপক প্রচারের পরিকল্পনা করছে।
নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই সমস্ত দল প্রচারে আরও জোর দেবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনের তারিখ ও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন। আরও আপডেট আসছে।