‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি :সুকান্ত


বুধবার,১৮/১২/২০২৪
137

রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন।

গতকাল এক ভিডিও বার্তায় তিনি বলেন, ২০০৬ সাল থেকে এই অভিযানের কাজ শুরু হয়। কৃষি উন্নয়ন যোজনায় প্রধানমন্ত্রী ২০১৮-১৯ সালে পুনরায় অভিযান চালু করেন এবং ২০২৫-২৬ সাল পর্যন্ত তা সম্প্রসারণ করা হয়। তবে রাজ্য সরকার এই প্রকল্প রুপায়ণে কোন নোডাল অফিসার নিয়োগ করেনি। কৃষি মন্ত্রক থেকে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হলেও রাজ্য সরকার ওই চিঠির কোন উত্তর দেয়নি। এরপর কৃষিমন্ত্রক ‘নর্থ ইস্ট কেন এন্ড ব্যাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল’কে পশ্চিমবঙ্গের নোডাল এজেন্সি হিসেবে নিয়োগ করেছে। এই অভিযানের আওতায় উত্তরবঙ্গ সহ রাজ্যের যেসব জায়গায় বাঁশের কাজ হয় সেখানে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলে বাঁশের তৈরি সামগ্রী নির্মাণের কাজ শেখানো হবে। এর ফলে রাজ্যে কর্মসংস্থান হবে বলে শ্রী মজুমদার দাবি করেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট