কিংবদন্তী তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন প্রয়াত। বয়স হয়েছিল ৭৩ বছর।


সোমবার,১৬/১২/২০২৪
155

আমেরিকার সানফ্রান্সিকোর একটি হাসপাতালের ICU-তে তিনি ভর্তি ছিলেন, কিন্তু রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যার কোনো উন্নতি হয়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবাদপ্রতীম এই শিল্পী। গতকালই সামাজিক মাধ্যমে জাকির হোসেনের প্রয়াত হওয়ার খবর ছড়িয়ে পড়ে, কিন্তু পরিবারের তরফ থেকে তা’ নিশ্চিত করা হয়নি।

১৯৫১ সালের ৯’ই মার্চ মুম্বাইতে জন্মগ্রহণ করেন, ওস্তাদ জাকির হোসেন। পিতা ছিলেন বিশিষ্ট তবলা বাদক আল্লারাখা। খুব ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন জাকির। ছয় দশকের’ও বেশী সময়ের কেরিয়ারে পাঁচটি গ্র্যামি পুরস্কার জয় করেছেন। চলতি বছরেই ৬৬-তম গ্র্যামির মঞ্চে তিনটি পুরস্কার পেয়েছিলেন জাকির হোসেন। সম্মানিত হয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্ম-বিভূষণ-এ। ১৯৮৮ সালে তাঁকে দেশের সর্ব্বোচ্চ নাগরিক সম্মান- পদ্মশ্রীতে সম্মানিত করা হয়। ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩-এ পদ্ম-বিভূষণে ভূষিত হন জাকির হোসেন।

সাজ, হিট ডাস্ট-এর মত বেশ কিছু সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। অতি সম্প্রতি তাঁর অভিনীত ‘মাঙ্কি ম্যান’ মুক্তি পেয়েছে। দেশ বিদেশের বহু খ্যাতনামা শিল্পীদের সঙ্গেও বাজিয়েছেন তিনি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে জ্যাজ-এর অপূর্ব মেলবন্ধনে অভূতপূর্ব সঙ্গীত সৃষ্টির জন্য জাকির হোসেন, শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট