দর্শক সমাগম চোখে পড়ার মতো


মঙ্গলবার,১০/১২/২০২৪
43

জাতীয় সিনেমা বলে আলাদা কোন পর্বে চলচ্চিত্র কে ভাগ করা যায় না। সব সিনেমাই জাতীয় সিনেমা। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ দিনে “ভারতের জাতীয় সিনেমা কি” শীর্ষক এক আলোচনা সভায় এই অভিমত প্রকাশ করেন বক্তারা। আলোচনায় অংশ নেন, সাংবাদিক গৌরী রামনারায়ণ, শৈবাল চট্টোপাধ্যায়, নাট্য ও সিনেমা ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়, ফেরদৌসুল হাসান ও ও. পি. শ্রীবাস্তব।

পরে “ডিজিটাল যুগে স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্রের রমরমা” এই আলোচনায় অংশ নেন প্রযোজক পরিচালক ও তথ্যচিত্র নির্মাতারা।

দুপুরের দিকে এক পশলা বৃষ্টিতে সাময়িক উৎসবের মেজাজ বদলে যায়। সন্ধ্যার পর দর্শক সমাগম চোখে পড়ার মতো। এই মুহূর্তে নন্দন একই বিখ্যাত ফরাসি উপন্যাস কাউন্ট অফ মন্টেকৃষ্ট অবলম্বনে ২০২৪ এ নির্মিত ছবি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট