ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়


মঙ্গলবার,১০/১২/২০২৪
161

ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয় বলে, পশ্চিমবঙ্গে OBC শংসাপত্র বাতিলের বিরুদ্ধে মামলার শুনানিতে SuprimCourt পর্যবেক্ষণে জানিয়েছে। বিচারপতি BR গাভাই এবং বিচারপতি KV বিশ্বনাথনের বেঞ্চে গতকাল এই মামলার শুনানি হয়।

রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, ‘রঙ্গনাথ কমিশন’ মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে ১২ লক্ষ OBC শংসাপত্র বাতিল হয়েছে। এরাজ্যের মোট বাসিন্দার ২৮ শতাংশ সংখ্যালঘু। তার মধ্যে ২৭ শতাংশ মুসলিম। অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে হাইকোর্ট শংসাপত্র বাতিলের নির্দেশ দিলেও সেরাজ্যে ওই রায় আপাতত স্থগিত রয়েছে বলে কপিল সিব্বাল জানান। এই প্রসঙ্গেই বেঞ্চ জানান, ‘শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়’। রাজ্যের তৈরী সংরক্ষণের তালিকা নিয়েও প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালত।

মামলাকারীদের আইনজীবী PS পাটোয়ালিয়া সওয়াল করেন, হাইকোর্ট তার রায়ে বলেছে, অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা তৈরীর ক্ষেত্রে কোনো সমীক্ষা এবং নির্দিষ্ট তথ্য ছাড়াই OBC ঘোষণা করা হয়েছে।

হাইকোর্টের রায়ের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।

আগামী বছর জানুয়ারীতে মামলার পরবর্তী শুনানি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট