কারিগরী এবং বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে রাজ্যে সাফল্যের নতুন নজির তৈরি হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন।
বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, আগের তুলনায় কারিগরি শিক্ষা দপ্তরের বাজেট ২০০ গুন বেড়ে হয়েছে ১ হাজার ৩৭৯ কোটি টাকা। তৈরি হয়েছে বহু পলিটেকনিক ও আইটিআই কলেজ। রাজ্যের ২০৫টি ব্লকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। আরো ৪১ টি ব্লকে তা তৈরির জন্য ইতিমধ্যে জমি চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১৯ টির বেশী জায়গায় নানা চাকরি-মুখী কাজের প্রশিক্ষণ দিতে খোলা হয়েছে বিশেষ কেন্দ্র।
‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের আওতায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে পড়ুয়ারা ক্যাম্পাস থেকেই সরাসরি চাকরি পাচ্ছেন।
পুরুলিয়ার বিধায়ক নরহরি মাহাতোর প্রশ্নের জবাবে কারিগরি শিক্ষামন্ত্রী জানান, শুধুমাত্র ওই জেলাতেই ন’টি বেসরকারি আইটিআই কলেজ ও চারটি পলিটেকনিক তৈরি হয়েছে।