Bangladesh- India’র সঙ্গে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানে আগ্রহ প্রকাশ


মঙ্গলবার,১০/১২/২০২৪
230

Bangladesh- India’র সঙ্গে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল ঢাকায় ভারত ও বাংলাদেশ মধ্যে অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’র পর, বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন ভারতের সাথে একযোগে কাজ করার বিষয়ে মত প্রকাশ করেছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরে, সেদেশের বিদেশ সচিব জানিয়েছেন, দু’পক্ষই খোলা মনে আলোচনায় উৎসাহী। তিনি জানান, ভারত, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং ইতিবাচক সম্পর্কে উৎসাহী। তবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির হামলার বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যক অংশীদার। সেক্ষেত্রে অত্যাবশ্যকীয় পণ্য যাতে ভারত থেকে বাংলাদেশে সরবরাহ অব্যাহত থাকে, সে বিষয়ে অনুরোধ জানান।

নদী জল বন্টনের বিষয়টিও দু’পক্ষের মধ্যে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে বলে বাংলাদেশ সংবাদ মাধ্যম জানিয়েছে ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট