উদ্ধার হয়েছে ২টি বিরল প্রজাতির কচ্ছপ


মঙ্গলবার,১০/১২/২০২৪
154

হাওড়া জেলার বাগনান ও আমতা এলাকায় স্কুলছাত্রী ও পরিবেশ কর্মীদের তৎপরতায় উদ্ধার হয়েছে ২টি বিরল প্রজাতির ময়ূরী কাছিম বা পিকক সফটশেল টার্টেল। এর মধ্যে একটি ৯ কেজি এবং অপরটি ৪ কেজি ওজনের।

স্থানীয় মানুষের সচেতনতা ও পরিবেশ কর্মীদের প্রচেষ্টায় কচ্ছপ দুটিকে নিরাপদ জলাভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক জানিয়েছেন, ময়ূরী কাছিম বা পিকক্ সফটশেল টার্টেল শিকার করা বা আটকে রাখা আইনত অপরাধ। ক্রমাগত জলাভূমি ধ্বংস ও শিকারের কারণে এই প্রজাতির সংখ্যা হ্রাস পাচ্ছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট