হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের পর এবার কিংবদন্তি প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে একটি রাস্তার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডকে নতুন করে সংস্কার করে তার নাম শৈলেন মান্নার নামে রাখা হবে। একইসঙ্গে, রাস্তার চারপাশে সৌন্দর্যায়নের পরিকল্পনার কথাও জানান তিনি। শৈলেন মান্না ছিলেন ভারতীয় ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র এবং তার স্মৃতিকে সম্মান জানাতেই এই উদ্যোগ।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাস্তার ধারে ছোট ব্যবসা বা দোকান বসানোর অনুমতি দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসককে। এটি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সাহায্য করবে।
শৈলেন মান্না ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং মোহনবাগান ক্লাবের অন্যতম কিংবদন্তি। তার নেতৃত্বে ভারত ১৯৫১ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিল। তার স্মৃতির উদ্দেশ্যে নেওয়া এই উদ্যোগ স্থানীয় মানুষ এবং ফুটবলপ্রেমীদের মনে আনন্দের সঞ্চার করেছে।
ড্রেনেজ ক্যানেল রোডের সংস্কার এবং সৌন্দর্যায়ন শুধু শৈলেন মান্নার স্মৃতিকে অমর করবে না, বরং হাওড়ার পরিবেশ এবং অবকাঠামো উন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন হাওড়ার বাসিন্দারা।
স্মরণীয় মানুষদের প্রতি এই ধরনের সম্মান প্রদর্শন রাজ্যের ক্রীড়া এবং সংস্কৃতিকে আরও উজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…