প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাতির অগ্রগতির চালিকা শক্তি হয়ে উঠতে প্রত্যেক ভারতীয়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আগামী মাসে “বিকশিত ভারত ইয়াং লিডারস ডায়ালগ” নামে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে, যা তরুণ নেতৃত্বকে উৎসাহিত করবে।
প্রধানমন্ত্রী এই ঘোষণা করেন আহমেদাবাদে বোচাসনবাসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ (BAPS) সংস্থার স্বেচ্ছাসেবকদের দ্বারা নিঃস্বার্থ সেবার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মকার সুবর্ণ মহোৎসব-এ একটি ভার্চুয়াল ভাষণে।
BAPS স্বেচ্ছাসেবকদের জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ
ভাষণে মোদী বিএপিএস স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন এবং রাসায়নিকমুক্ত কৃষি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন, মাদকের বিরুদ্ধে লড়াই এবং নদী পুনরুজ্জীবনের মতো বিভিন্ন অঙ্গীকার গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, “ভুজ ভূমিকম্প, কেরালার বন্যা, উত্তরাখণ্ডের ভূমিধ্বস এবং কোভিড সংকটের সময় বিএপিএস স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ পরিষেবা দেশের জন্য অনুপ্রেরণার উৎস।”
বিএপিএস: সংস্কৃতি ও সেবার প্রতীক
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের ২৮টি দেশে বিস্তৃত বিএপিএসের এক হাজার মন্দির এবং ২১ হাজার আধ্যাত্মিক কেন্দ্র ভারতীয় সংস্কৃতির গৌরব বহন করে চলছে। এই সংস্থা নিঃস্বার্থ সেবার মাধ্যমে শুধু ভারতের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবতার জন্য কাজ করে চলেছে।
২০২৪: বিকশিত ভারতের দিকে এগিয়ে চলা
মোদীর এই আহ্বান দেশের প্রতিটি নাগরিকের জন্য অনুপ্রেরণামূলক। আগামী দিনে “বিকশিত ভারত ইয়াং লিডারস ডায়ালগ” তরুণ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা দেশের ভবিষ্যৎ উন্নয়নে নিজেদের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবে।
২০৪৭ সালে ভারতকে একটি বিকশিত জাতি হিসেবে গড়ে তোলার এই ভিশন বাস্তবায়নে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় অংশগ্রহণ করতে হবে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…