নদীয়া জেলায় রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে গম চাষে এক নতুন দিগন্তের সূচনা হল। বিনা কর্ষণে অত্যাধুনিক জিরো টিলেজের সহায়তায় একসঙ্গে ছ’টি সারিতে রোপন করা হচ্ছে গম। এর ফলে কম খরচে ও কম সময়ে বীজ বোনা,সার দেওয়া ও বীজ ঢাকার ব্যবস্থা হচ্ছে।
এই পদ্ধতিতে গমের বীজ বপণ করতে আলাদাভাবে মাটি তৈরি দরকার হয় না। নদীয়ার সীমান্ত এলাকা থানারপাড়া থানার নতিডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শুভরাজপুর ও নন্দনপুরগ্রাম পঞ্চায়েতের মোক্তারপুরে গতকাল এই নতুন পদ্ধতিতে গমের বীজ বপনের কাজ শুরু হয়।
কৃষি প্রযুক্তি সহায়ক শান্তনু মন্ডল এই নতুন পদ্ধতিতে চাষ পর্যবেক্ষণ করে এ সম্বন্ধে কৃষকদের ওয়াকিহল করিয়েছেন।