রাজ্যসভা থেকে একগুচ্ছটাকার বান্ডিল উদ্ধার


শুক্রবার,০৬/১২/২০২৪
117

রাজ্যসভা থেকে একগুচ্ছটাকার বান্ডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল সভা মুলতুবি হওয়ার পর নিয়মমাফিক নাশকতা বিরোধী তল্লাশি চলাকালীন এগুলি উদ্ধার হয়। আজ সভা বসলে, চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান ২শো বাইশ নম্বর আসন থেকে এটি পাওয়া যায়।বর্তমানে এই আসনটি কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভি বসেন।ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সংসদ বিষয়ক মন্ত্রী ঋজিজু বলেন, তদন্তের বিষয়ে কোনো সদস্যের আপত্তি থাকার কথা নয়। রাজ্য সভার নেতা জেপি নাড্ডা বলেন,বিষয়টির সবার নিন্দা করা উচিত। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, তার দল তদন্তের বিরোধী নয়। তদন্তের পরেই এই ঘটনার সত্যতা জানা যাবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট